রূপপুরের মালামাল নিয়ে মোংলা বন্দরে দুই রুশ জাহাজ

Estimated read time 1 min read
Ad1

দেশে চলমান মেগা প্রকল্পের পণ্য নিয়ে মোংলা বন্দর জেটিতে একসঙ্গে দুইটি বিদেশি রাশিয়ান জাহাজ নোঙর করেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি মালামাল নিয়ে জাহাজ দুটি মোংলা বন্দরের ৭ ও ৮ নম্বর জেটিতে এসে পৌঁছেছে।

আজ (২৯ জানুয়ারি) দুপুর ৩টা ১৬ মিনিটে বন্দরের ৭ নম্বর জেটিতে ১ হাজার ৪০০ দশমিক ৪২ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে নোঙর করেছে ভেনুয়াটু পতাকাবাহী ‘এমভি আনকাসান’ নামের রুশ জাহাজ।

একইদিনে ৩৬ মিনিটের ব্যবধানে বন্দরের ৮ নম্বর জেটিতে পানামা পতাকাবাহী ‘এমভি সাপোডিলা’ নামের আরও একটি বাণিজ্যিক জাহাজ নোঙর করে। এই জাহাজ দুইটিতেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২ হাজার ৪১৫টি প্যাকেজে মোট ১ হাজার ৯১৮ দশমিক ৪৬৩ মেট্রিক টন মেশিনারি যন্ত্রাংশ আনা হয়েছে।

মোংলা বন্দরের শ্রমিক ঠিকাদারী প্রতিষ্ঠান (ইষ্টিভিডরস) কোম্পানি মেসার্স অভিরত এজেন্সির স্থানীয় ম্যানেজার মো. রুহুল আমিন বলেন, বন্দর জেটিতে নোঙরের পর পরই জাহাজ থেকে পণ্য খালাস শুরু হয়। এসব পণ্য খালাস হতে ২ থেকে ৩ দিন সময় লাগবে। জাহাজ থেকে পুরোপুরি খালাস হবার পর আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে সেগুলো সড়ক ও নৌ পথে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রুপপুর বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে যাবে।

বন্দরের হারবার বিভাগের ‍সূত্র বলছে, শুরু থেকে এ পর্যন্ত মোংলা বন্দর দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মেশিনারি যন্ত্রাংশ বোঝাই জাহাজ আসছে মোট ৪২টি। এসব জাহাজ থেকে পণ্য খালাস হয়েছে ৭০ হাজার ৪৪২ দশমিক ৪৬৩ মেট্রিক টন।

এদিন দুপুরে একইসঙ্গে বন্দরের হারবাড়িয়া এলাকার ৫, ১২ ও ১৩ নম্বর বয়ায় নোঙর করেছে কিংকার ও সারসহ আরও ৩টি বাণিজ্যিক জাহাজ। রোববার দুপুরে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours