অবৈধভাবে লেক খনন; ২ জনকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার হালদা ভ্যালি চা বাগানে আজ(২৯ জানুয়ারি) দুপুর ১২ টায় আনন্দপুর (হালদা ভ্যালী) চা বাগান ভ্র্যমমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির রহমান সানি অভিযান চলাকালীন দেখা যায়, চা বাগানের অভ্যন্তরে বাদুড়খিল স্থানে টিলার পাদদেশে অবৈধভাবে একটি লেক খনন করা হয়েছে।

এমতাবস্থায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪(চ) লংঘন করার অপরাধে একই আইনের ধারা-১৫ অনুযায়ী উক্ত বাগানের সহকারী ব্যবস্থাপক মোঃ মহসিন হোসেন (৩০), পিতা- আবদুল হাসেম, গ্রাম: উত্তর চর ভৈরবী, ডাকঘর: চকরিয়া, থানা: হাইমচর, উপজেলা: হাইমচর, জেলা: চাঁদপুর কে ০১(এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

একই আইনে এক্সক্যাভেটর চালক গৌতম দাশ (৪৮), পিতা- মৃত অমূল্য দাশ, সাং-ইদিলপুর (হালদা ভ্যালী চা বাগান), ভূজপুর থানা, ফটিকছড়ি, চট্টগ্রাম কে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ডে প্রদান করা করেন।

এবং এই অপরাধে বাগানের ব্যবস্থাপনা পরিচালক জনাব নাদের খানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান আছে। অভিযান পরিচালনায় সহায়তা করেন ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ভুজপুর থানা পুলিশ ও বন বিভাগ।

আরও উল্লেখ্য যে, হালদা ভ্যালি চা বাগান এলাকায় সরকারি রাস্তার উপর গেইট নির্মাণ করে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল, যা ভ্র্যমমান আদালত চলাকালীন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। উক্ত গেইট সার্বক্ষণিক খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান সানি জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours