বাংলাদেশে মিশন খোলার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে আর্জেন্টিনা। আগামী ফেব্রুয়ারি মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সান্টিয়াগো কাফিয়েরো ঢাকা সফরে আসছেন। সে সময় ঢাকায় আর্জেন্টিনার মিশন খোলার বিষয়ে ঘোষণা আসতে পারে।
আজ (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী জানান, আর্জেন্টিনা নীতিগতভাবে চায় বাংলাদেশে তারা একটা মিশন খুলবে, নীতিগতভাবে তারা সম্মত। উনারা যদি এখানে মিশন বা কনস্যুলার অফিস খুলতে চান, সেটা প্লাস প্লাস।
তিনি বলেন, আমি দাওয়াত দিয়েছিলাম আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে। তিনি আসতে রাজি হয়েছেন। আসবেন দুই দিনের জন্য। আশা করতেছি, ২৬ কি ২৭ তারিখে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী আসবেন। আমরা সেটার অপেক্ষায় আছি, উনাকে অভ্যর্থনা জানাবো।
মোমেন জানান, মেসির জয়লাভের পরে, বলছিলাম বাংলাদেশের মানুষ তাকে অনেক পছন্দ করে, তাকে নিয়ে আসেন। এসে আমাদের এখানে একটা ইভেন্ট করেন।
আর্জেন্টিনায় আগামীতে কোনো এক সময় মিশন খুলতে পারবেন মনে করছেন পররাষ্ট্রমন্ত্রী।
+ There are no comments
Add yours