ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ‘স্মার্ট স্কুল’ এর মাধ্যমে স্কুল শিক্ষার্থীরা শিক্ষা সেবা পাবে। স্মার্ট বাংলাদেশ গঠনে ‘স্মার্ট স্কুল’ ভূমিকা রাখবে। এই ধারণা আগামী দিনে সারাদেশে ছড়িয়ে পড়বে এবং তরুণরা দক্ষ হবে।
আজ (২ ফেব্রুয়ারি) বিকেলে অনলাইনে যুক্ত হয়ে জেলা শহর মাইজদীর শহীদ ভুলু স্টেডিয়াম সংলগ্ন এ স্মার্ট স্কুলের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
সাদ্দাম হোসেন আরও বলেন, স্মার্ট স্কুলের মাধ্যমে প্রতিভা বিকাশ হবে। তারা আগামীতে দেশের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে ভূমিকা রাখবে। এছাড়াও তারা ডিজিটাল মার্কেটে ভালো ভূমিকা রেখে দেশের সুনাম বৃদ্ধি করবে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ছাত্রলীগ হলো সৃজনশীলতার প্রতীক। এর মাধ্যমে সারাদেশে সৃজনশীলতা ছড়িয়ে পড়বে। একজন ছাত্রলীগ কর্মীর এমন আয়োজনের সাফল্য কামনা করছি। এ ধরনের আরও সৃষ্টিশীল, মননশীল শিক্ষা কার্যক্রমের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হবে।
+ There are no comments
Add yours