গেল বছর সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনায় মারা গেছেন ৯৮ জন। এর মধ্যে সাধারণ মানুষ ৮৫ জন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী ১৩ জন।
গতকাল (৫ ফেব্রুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত অগ্নিকাণ্ড ও দুর্ঘটনা সংক্রান্ত ২০২২ সালের বার্ষিক পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
২০২২ সালে সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে ৩৪২ কোটি ৫৮ লাখ ৫১ হাজার ৩৮৯ টাকা। অগ্নিকাণ্ডে ৭২ জন পুরুষ ও ১৩ জন সাধারণ নারী মারা গেছেন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী মারা গেছেন ১৩ জন।
২০২২ সালে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন মোট ৪০৭ জন। এর মধ্যে সাধারণ পুরুষ ৩০৩ জন এবং নারী ৭৪ জন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন ৩০ জন।
এতে আরও দেখা গেছে, সারা দেশে ২৪ হাজার ১০২টি অগ্নিকাণ্ডের ঘটনায় এবারও সবচেয়ে বেশি ৩৮.৪৮ শতাংশ অগ্নিকাণ্ড ঘটেছে বৈদ্যুতিক গোলযোগের কারণে। এছাড়া বিড়ি-সিগারেটের জ্বলন্ত টুকরা থেকে ১৬.০৮ শতাংশ এবং চুলা থেকে ১৩.৯৮ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এছাড়া ২০২২ সালে ১১ হাজার ৯১১টি অন্যান্য দুর্ঘটনায় সাধারণ জনগণ নিহত হয়েছেন ২ হাজার ৫১৯ জন। এর মধ্যে পুরুষ ২ হাজার ১১৫ জন ও নারী ৪০৪ জন। আহত হয়েছেন ১৩ হাজার ১৬৮ জন।
এর মধ্যে পুরুষ ১০ হাজার ৭৪১ জন ও নারী ২ হাজার ৪২৭ জন। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন ১০ জন, কিন্তু কেউ নিহত হননি।
+ There are no comments
Add yours