চট্টগ্রামের পটিয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জিপিএ-৫ প্রাপ্ত সাফল্যের উচ্চ রেকর্ড অর্জন করেছে আশ-শাহচান্দ টিচিং সেন্টার। এসএসসি পরীক্ষায় পাসের সাফল্য এবং জিপিএ ৫ প্রাপ্তদের সংখ্যা দেখে আশায় বুকটা ভরে গেল।
যান্ত্রিক জীবনের যাঁতাকলে পিষ্ট হয়ে নানা সমস্যায় জর্জরিত হয়েও জীবন নামের রথটি যখন এগিয়ে চলেছে, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি এবং আর্থিক টানাপোড়নে যখন হতাশা এসে ঘিরে ধরেছে ঠিক তখনি এমন সাফল্যের সংবাদ তীব্র গরমে যেন শান্তির সুবাতাস বইয়ে দিল। দুঃখের মাঝে যেন সুখের ছোঁয়া এসে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিল।
আমাদের শিক্ষার্থীদের সাফল্যে ক্ষণিকের জন্য সবার মত আমিও হারিয়ে গেলাম আনন্দসাগরে। আজ বুধবার ( ৮ ফ্রেরুয়ারী) এইস এস সি ‘র ফলাফল প্রকাশিত হওয়ার পর মাদ্রাসা শিক্ষার্থীরা কোচিং সেন্টারের সামনে এসে তাদের সাফল্যের কথা তুলে ধরেন।
তারা বলেন, ২০১০ সাল থেকে সাফল্যের ধারাবাহিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি।প্রত্যেকটি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত হচ্ছেন অনেক শিক্ষার্থী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে পড়াশোনার সাফল্যের উচ্চ স্থানে পা রাখছেন তারা। আশ-শাহচান্দ টিচিং সেন্টার থেকেই সাফল্য অর্জন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত আছেন অনেক শিক্ষার্থী।
শাহচান্দ টিচিং সেন্টারের বর্তমান পরিচালক আমিনুল ইসলাম আমিন জানান, ছাত্রদের শিক্ষা দানে শিক্ষকগন অক্লান্ত নিরলস পরিশ্রম করে থাকেন। এদিকে ছাত্রদের উদ্দেশ্য শিক্ষকরা বলেন, ভাবতেই ভালো লাগছে আমাদের শিক্ষার্থীরা শিক্ষায় এগিয়ে যাচ্ছে। এটা নিঃসন্দেহে দেশের জন্য আনন্দের এবং গৌরবের। আমাদের শিক্ষার্থীরা এই সাফল্যের ধারাবাহিকতা যেন অব্যাহত রাখতে পারে অভিভাবকদের সেদিকে নজর দিতে হবে। এসএসসি পরীক্ষার মত পাবলিক পরীক্ষায় সাফল্য সত্যিকার অর্থে খুব বড় অর্জন প্রত্যেক শিক্ষার্থীর জন্য। এ সাফল্যে উৎসাহ প্রেরণা যোগাবে আগামীদিনে সামনের দিকে এগিয়ে যেতে। তোমরাই একদিন দেশকে নেতৃত্ব দিবে। তোমাদের মেধার প্রতিফলন ঘটবে নেতৃত্বে।
+ There are no comments
Add yours