সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম
ইউএনও জানান, সড়ক সংলগ্ন দোকানের সামনের সরকারি জায়গা দখলের পর মানুষের হাটার জন্য যে ফুটপাত রয়েছে সেটাও দখল করে রেখেছিল ব্যবসায়ীরা। ফলে মানুষ বাধ্য হয়েই মূল সড়ক দিয়ে হাটছে।
এছাড়া ফুটপাত দখল করে ফুটপাতের উপরই গ্যাস সংযোগ নিয়ে চুলা বসিয়ে রান্না করছে হোটেল ব্যবসায়ীরা। ফুটপাত দিয়ে হাটার জায়গা না থাকায় সড়ক দিয়ে হাটতে গিয়ে একদিকে বাড়ছে যানজট অন্যদিকে পথচারীরা শিকার হচ্ছে দূূর্ঘটনার।
বৃহস্পতিবার( ২৬নভেম্বর) এই অভিযানের নেতৃত্ব দেন
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমীন বলেন, বাসস্ট্যান্ড এলাকার প্রায় এক কিলোমিটার সড়কের ফুটপাত দখলমুক্ত করা হয়। দোকানের সামনের খালি সরকারি জায়গা দখলের পর মানুষের হাঁটার জন্য যে জায়গা রয়েছে সেটাও দখল করে রেখেছে ব্যবসায়ীরা। ফলে মানুষ বাধ্য হয়েই মূল সড়ক দিয়ে হাঁটছে।
+ There are no comments
Add yours