পোলট্রি খাতে দুই সপ্তাহে ৫০ টাকা বেড়ে ব্রয়লারের দাম কেজিতে এখন ২১০ টাকা। ফলে সংকটে পড়েছেন মাংসের চাহিদা পূরণে ব্রয়লারনির্ভর ক্রেতারা।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিন রাজধানীর কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে এ চিত্র। বাজারে ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ টাকা কেজিতে।
এদিকে দাম বেড়েছে সোনালি মুরগিরও; বিক্রি হচ্ছে কেজিতে ২৯০ টাকা। দুসপ্তাহ আগেও যা পাওয়া যেত ২৬০ টাকায়।
দাম বাড়ার কারণ নিয়ে মিশ্র মতামত বিক্রেতাদের। অতিরিক্ত দামে দিশেহারা কম আয়ের ভোক্তারা। তারা বলছেন, নিম্ন আয়ের মানুষের জন্য এত দাম দিয়ে মুরগি কেনা কষ্টকর।
আর খুচরা বিক্রেতারা বলছেন, এর আগে কখনোই এত দামে ব্রয়লার মুরগি বিক্রি হয়নি। এক মুরগি ব্যবসায়ী বলেন, ব্রয়লার মুরগির কেজি ২১০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া শীতের শেষেও সবজির সরবরাহ ভালো থাকায় বাজারে অনেক সবজি মিলছে ১০ থেকে ৩০ টাকা কেজি দরে।
+ There are no comments
Add yours