শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এইচএসসিতে যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছে, তার চেয়ে আসন সংখ্যা বেশি রয়েছে।
আমাদের শিক্ষার্থীরা কেউ পেশাগত শিক্ষা, কেউ চিকিৎসা বিজ্ঞানে, কেউ প্রকৌশলে, কেউ আইনে, অনেকে আছেন বিশ্ববিদ্যালয়ে যান উচ্চশিক্ষায় জন্য। সারাদেশ ২ হাজার ২৫৭টি কলেজ আছে। সেখানেও উচ্চশিক্ষার জন্য যান। কেউ কেউ কারিগরি শিক্ষা গ্রহণ করেন। আমাদের সে আসন সংখ্যা আছে, সব মিলিয়ে যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছে তার চেয়ে আসন সংখ্যা অনেক বেশি আছে।
আজ (১১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, বিশিষ্ট লেখক ও গবেষক ইমদাদুল হক মিলন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জে আর ওয়াদুদ টিপু প্রমুখ।
তিনি আরও বলেন, স্বাধীনতা পরবর্তী ৫২ বছর পর বাংলাদেশ যেখানে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছাতে পারিনি। কারণ স্বাধীনতার পরবর্তী ২৮/২৯ বছর আমরা একটা নষ্ট সময় পার করেছি। যখন আমরা সামরিক আধা সামরিক স্বৈরশাসনে ছিলাম। আজকে সারাদেশে একটি রাজনৈতিক দল অপরাজনীতি করছে। তারা দেশ বার বার পিছিয়ে নিয়েছে।
+ There are no comments
Add yours