ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বিএনপির এক নেতার কথোপকথনের নতুন একটি চাঞ্চল্যকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে কথা বলতে দেখা গেছে মেন্দিকে।
তার পেছনে দাঁড়ানো বিএনপির কৃষি বিষয়ক সহসম্পাদক ও তারেক রহমানের ঘনিষ্ঠ কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক ও বিএনপিপন্থি সাংবাদিক মামুন স্ট্যালিন। বিশ্লেষকরা বলছেন, এতে বোঝা যাচ্ছে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই ইসরাইলি গোয়েন্দার।
এরআগে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরও ইসরাইলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টির এই সদস্যের সঙ্গে বৈঠক করেছেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি পাওয়া ভিডিওতে তারেক রহমানকে উদ্দেশ করে সাফাদিকে বলতে শোনা যায়, ‘শুভ সকাল তারেক রহমান। আমি মেন্দি। আপনার প্রতিনিধি দলের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। আমরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। আমি মনে করি, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যা নিয়ে আমি কাজ করছি। যেসব তথ্য আমি চেয়েছি এবং যেগুলো পেয়েছি; সব বিষয়েই আমাদের আলোচনা হয়েছে। আমাদের মিশন সম্পর্কে কথা হয়েছে।’
তারেক রহমানকে সহযোগিতার আশ্বাস দিয়ে সাফাদি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমার পেছনে যে টিম রয়েছে, তারা আমাদের মিশন সফল করার জন্য কাজ করছে। এ টিম বাংলাদেশের মানুষের মুক্ত জীবন ও গণতন্ত্র নিশ্চিত করবে।’
তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনারও আশ্বাস দিয়েছেন মেন্দি সাফাদি। তিনি বলেন, ‘আমি আশা করি, এ টিম আপনাকে বাংলাদেশের নেতা হিসেবেও প্রত্যাবর্তন করাবে।’
এছাড়া দেশে দণ্ডিত হয়ে লন্ডনে পলাতক তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা ব্যক্ত করে সাফাদি বলেন, ‘ধন্যবাদ। আশা করি, আপনার সঙ্গে খুব শিগগিরই লন্ডনে দেখা হবে।’
এই ভিডিওটি কবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) সমন্বয়ক তন্ময় আহমেদ সময় সংবাদকে বলেন, ‘মেন্দি যখন তারেক রহমানের সঙ্গে কথা বলছিল, তখন সামনে দাঁড়িয়ে কেউ ভিডিও করেছে। তাদের চক্রের লোকজনই এই ভিডিও ফাঁস করেছেন। নাহলে এটা কখনোই আমাদের পাওয়ার কথা না। ভিডিও পাওয়ার পর, সেটির সত্যতাও আমরা নিশ্চিত করেছি।’
তদন্তের দাবি সংসদে
এদিকে সাফাদির সঙ্গে ভিপি নুরের বৈঠকের বিষয়ে যথাযথ তদন্তের দাবি উঠেছে জাতীয় সংসদে। গেল ৯ জানুয়ারি সংসদ অধিবেশনে কয়েকজন সদস্য এই দাবি তোলেন। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করা হয়েছে।
জাতীয় পার্টির সদস্য পীর ফজলুর রহমান সংসদে বলেন, ‘নুর কারও সঙ্গে বৈঠক করতেই পারেন। কিন্তু যে দেশের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, যে ইসরাইল ফিলিস্তিনি নারী-শিশুকে হত্যা করছে, সেই দেশের গোয়েন্দা সদস্যের সঙ্গে বৈঠক আইনসম্মত নয়। এ বিষয়ে তদন্ত করে সংসদে ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করছি।’
+ There are no comments
Add yours