বিএনপি নেতার বিরুদ্ধে নিজ কর্মীদের ওপর গুলি ছোড়ার অভিযোগ

Estimated read time 1 min read
Ad1

নরসিংদী ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের ওপর প্রকাশ্যে গুলিবর্ষণ করার অভিযোগ ওঠেছে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের বিরুদ্ধে।

গতকাল (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নরসিংদী প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ দাবি করেন ছাত্রদলের নেতারা।

নরসিংদী সরকারি কলেজের ছাত্রদল নেতা মাইদুল নিহাত সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আজ (শনিবার) সকালে রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. একেএম নেছার উদ্দিনের জানাযায় যাওয়ার জন্য আমরা ৮-১০জন রায়পুরার উদ্দেশ্য রওনা হয়েছিলাম। পথিমধ্যে আমাদের গাড়ির গ্যাসের প্রয়োজন হয়। পরে জেলার শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি পাম্পে গাড়িতে গ্যাস নেওয়ার জন্য দাঁড়ালে ৪০-৫০ জন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

আমরা তাদের প্রতিহত করতে গেলে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন আমাদের উদ্দেশ্য করে গুলি ছোড়েন। আমরা ছাত্রদলের রাজনীতি করি এমনিতেই কত নির্যাতনের স্বীকার হই, তিনি আমাদের জেলা বিএনপির অভিভাবক, তিনি আমাদের আগলে রাখার কথা, তিনিই আমাদের ওপর গুলি বর্ষণ করেছেন। এর থেকে দুঃখের বিষয় আর কী হতে পারে?’

সংবাদ সম্মেলনে তারা আরও দাবি করেছেন, বর্তমানে জেলা ছাত্রদলের যাকে সভাপতি করা হয়েছে তিনি আওয়ামী লীগের লোক। তারা এ কমিটি ভেঙে দেওয়ার দাবি করেছেন।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপরই পদবঞ্চিত নেতারা খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে বিক্ষোভ করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours