রানা মোল্লা,রামগড়(খাগড়াছড়ি):
বাম্পার ফলন হলেও করোনাভাইরাসের প্রভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন অনেক কৃষক। শ্রমিক সংকট তীব্র হয়ে উঠেছে কোথাও কোথাও। তাই কৃষকদের পাশে দাঁড়ানোর যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাতে সাড়া দিল ছাত্রলীগ।
সেই আহ্বানে সাড়া দিয়ে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা ছাত্রলীগের নেতা নাঈম হাসান নয়ন এর নির্দেশে রামগড় পৌরসভার ৭ নং ওয়ার্ডের নজির টিলা এলাকার স্থানীয় কৃষক ইব্রাহীম খলিল এর ১০ শতক জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতা মোতাহের হোসেন রিয়াদ এর নেতৃত্বে সংগঠনটির ২০-৩০ জন নেতাকর্মী। । ধান মারাই কাজেও ছাত্রলীগ সহায়তা করবে বলে আশ্বাস দেওয়া হয়।
নাঈম হাসান নয়ন বলেন, করোনা ভাইরাসের কারণে কৃষকরা ধান কাটার শ্রমিক পাচ্ছিলেন না। বিষয়টি আমাদের নজরে আসে। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা ছিল কৃষকের পাশে দাঁড়ানোর।
তিনি আরও বলেন, রামগড় ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, রামগড়ের প্রতিটি শাখার সকল ছাত্রলীগ নেতারা কয়েক ভাগে বিভক্ত হয়ে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দেব।
ধান কাটার সময় আরও ছিলেন দেলোয়ার,ইমরান,শরিফ ও পৌর ছাত্রলীগের নেতাকর্মী।
+ There are no comments
Add yours