লক্ষ্মীপুরের রামগতিতে বীর মুক্তিযোদ্ধা জবিউল হক মাস্টারকে হত্যার ১৪ বছর পর রায় দিয়েছেন আদালত। এতে আসামি মো. জুয়েলকে (৩৮) মৃত্যুদণ্ড ও মাহবুব মাফুকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
আজ (১৫ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক আজিজুল হক এ রায় দেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত একজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দিয়েছেন আদালত। তবে দণ্ডপ্রাপ্তরা পলাতক রয়েছেন।
দণ্ডপ্রাপ্ত জুয়েল রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সেবাগ্রামের ফারুক হাওলাদারের ছেলে এবং মাহবুব একই গ্রামের মৃত মানিক হাওলাদারের ছেলে। খালাস প্রাপ্তরা হলেন- আলাউদ্দিন, আবদুল্লাহ, স্বপন ও মাকছুদ হাওলাদার।
মামলার বাদী নুরুল ইসলাম এ রায়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, হত্যার নির্দেশদাতা আলাউদ্দিন খালাস পেয়েছে। আমরা তার খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবো।
+ There are no comments
Add yours