স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতাল সিন্ডিকেট মুক্ত হবে। হাসপাতাল মানুষের সেবার জন্য, আমরা সেই সেবা নিশ্চিত করতে চাই।
আজ (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরে নির্মিত ১০০ শয্যাবিশিষ্ট রংপুর শিশু হাসপাতাল উদ্বোধন শেষে রমেক হাসপাতাল পরিদর্শন করে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল বিভাগের সর্ববৃহৎ হাসপাতাল। এখানে সর্বোচ্চ আধুনিক যন্ত্রপাতি রয়েছে। তারপরও কেন সেবা পাবে না মানুষ। ভালো সেবার উদ্দেশ্যে ১০০ শয্যার রংপুর শিশু হাসপাতাল নির্মিত হয়েছে। এখানে প্রায় ৮০ বেডে সেন্ট্রাল অক্সিজেনসহ প্রয়োজনীয় উন্নতমানের যন্ত্রপাতি রয়েছে। প্রয়োজনে আরও যন্ত্রপাতি ও জনবল নিয়োগ করা হবে। আশা করছি শিশু হাসপাতালটিতে দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিক সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এই আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন, সিভিল সার্জন ডা. শামীম আহমেদ প্রমুখ।
+ There are no comments
Add yours