ভূমি অধিগ্রহণে এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা দুই পয়সা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের মামলায় চট্টগ্রামের তিন সার্ভেয়ারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালত এ আদেশ দেন। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম এলএ শাখার সার্ভেয়ার মো. মজিবুর রহমান (৪০), মো. আমানাতুল মাওলা (৩৬) ও রাঙ্গুনিয়া ভূমি অফিসের সার্ভেয়ার আশীষ চৌধুরী (৫০)।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আউটার রিং রোড প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসনের মাধ্যমে ভূমি অধিগ্রহণ করে। এর মধ্যে উত্তর পতেঙ্গা এলাকায় বিএস ৩০০৭ দাগের মোট শূন্য দশমিক ২৩ শতাংশ জমি অধিগ্রহণ করে। এই অধিগ্রহণের এক কোটি ১৩ লাখ ১৪ হাজার ২৭৩ টাকা দুই পয়সা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেন অভিযুক্তরা। পরে এ বিষয়ে মামলা দায়ের করেন চট্টগ্রাম দুদকের সহকারী পরিচালক জাফর আহমদ।
মামলায় ৬ জন উচ্চ আদালতের আদেশে জামিনে রয়েছেন। আজ (সোমবার) তিনজন আত্মসমর্পণ করেন। আদালত তাদের কারাগারে প্রেরণ করেন। এছাড়া মামলার বাকি আসামিরা পলাতক রয়েছেন।
+ There are no comments
Add yours