শহীদ দিবসে হামলার আশঙ্কা নেই, থাকছে সাইবার নজরদারি

Estimated read time 1 min read
Ad1

র‌্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারা দেশের নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সর্বোচ্চ নজরদারি থাকবে।

আজ (২০ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক বলেন, আজ রাত ১২টার পর প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করবেন। গত দুই বছর করোনার কারণে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি উপস্থিত থাকতে না পারলেও এ বছর সশরিরে শহীদ মিনারে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন তারা। এজন্য শহীদ মিনারসহ তার আশপাশের এলাকায় অধিকতর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‍্যাব ডিজি আরও বলেন, ভার্চুয়াল জগতে যেকোন ধরনের গুজব, উস্কানিমূলক তথ্য, মিথ্যা তথ্য ছড়ানোসহ অন্যান্য সাইবার অপরাধ প্রতিরোধে র‍্যাব সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। সকল গোয়েন্দা সংস্থা ও আমাদের গোয়েন্দা বাহিনীর দেওয়া তথ্যমতে এখনো পর্যন্ত কোনো জঙ্গি হামলার আশঙ্কা আছে বলে আমরা মনে করি না। তারপরও আমরা আমাদের নজরদারি অব্যাহত রেখেছি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours