পেকুয়ায় চবি ছাত্রকে পিটিয়ে আহত

Estimated read time 1 min read
Ad1

কক্সবাজারের পেকুয়ায় আরাফাত হোসাইন (২৭) নামের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

রবিবার(১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের মালেক পাড়া স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তি রুপালী বাজার পাড়া এলাকার মৃত হাবিবুল ইসলামের সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

অভিযুক্ত হামলাকারীরা হলেন— একই এলাকায় মৃত ছৈয়দ আহমদের পুত্র আবু ছিদ্দিক (৪৮), আবু ছিদ্দিকের পুত্র আবু হানিফ বাবু(২১)সহ অজ্ঞাত ৩/৪জন লোকজন নিয়ে এই হামলা করেন।

এ বিষয়ে জানতে চাইলে আহত আরাফাত হোসাইন বলেন, ‘আমি প্রতিদিনের মত বিকালে মালেক পাড়া স্টেশনে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে স্টেশনের কাছাকাছি পৌঁছালে এ সময় আবু ছিদ্দিক ও আবু হানিফ বাবুকে দেখতে পেয়ে আমি কিছুদিন আগে জনৈক শামশুল আলমের কাছে বিক্রিত লবণ এর টাকা আমাকে দিতে বারণ করার কারণ ও আবু ছিদ্দিকর কাছে আমার লবণ মাঠের লগিয়ত বাবদ পাওনা ১,৬৮,০০০/- (এক লক্ষ আটষট্টি হাজার) টাকা কখন দিবে জানতে চাইলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে এলোপাতাড়ী কিল, ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং আবু হানিফ বাবুর হাতে থাকা লৌহার রড় দিয়ে আমাকে আঘাত করে।’

‘আবু হানিফ বাবু আমার প্যান্টের ডান পকেটে থাকা নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা ছিনাইয়া নেয়। আমি প্রাণ বাচাঁতে শৌর চিৎকার দিলে এলাবাসী এগিয়ে আসতে দেখে তাঁরা হুমকী দিয়ে বলে এই ঘটনার বিষয়ে মামলা মোকদ্দমা করিলে প্রাণে হত্যা করে লাশ গুম করিবে হুমকী দিয়ে দ্রুত পালিয়ে যায়। আগত লোকজন আমাকে মারাত্বক আহতবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।’

এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন খবর বাংলাকে বলেন, এখনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours