আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সম্মান জানিয়ে প্রথমাবারের মতো রপ্তানিকৃত তৈরি পোশাকে বাংলা ভাষার ব্যবহার করেছে নারায়ণগঞ্জের একটি রপ্তানিমুখি তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠান।
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের মালিকানাধীন উইজডম এট্যায়ার্স লিমিটেড তাদের তৈরি পোশাকের লেভেল (ট্যাগ) ও কার্টনে ইংরেরিতে ‘মেইড ইন বাংলাদেশ’ এর পাশাপাশি বাংলায় ‘বাংলাদেশে তৈরি’ লেখা সংযুক্ত করেছে।
প্রতিষ্ঠানটির দাবি এই প্রথম বাংলাদেশ থেকে কোনো রপ্তানি পণ্যে বাংলা অক্ষরের ব্যবহার শুরু হয়েছে।
এ বিষয়ে উইজডম অ্যাটায়ার্স লিমিটেড’র পরিচালক আক্তার হোসেন অপূর্ব গণমাধ্যমকে বলেন, তৈরি পোশাকের লেভেলে বাংলা অক্ষরে ‘বাংলাদেশে তৈরি’ শুধু মাত্র ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদদের রক্তের প্রতি শ্রদ্ধা নিবেদনই নয়, বরং এটি বাংলার আপামর জনতার জন্য গর্বের বিষয়। আমরা মনে করি মায়ের ভাষার প্রতি সম্মান শুধুমাত্র ভাষা দিবসেই সীমাবদ্ধ নয়।
আমরা মনে করি এই গর্ব শুধু আমাদের একার নয় এই গর্ব পুরো জাতির। আমরা চাই ‘বাংলাদেশে তৈরি’ পোশাকের লেভেল পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক।
+ There are no comments
Add yours