আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত অমর একুশে ফেব্রুয়ারিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লন্ডনের কেন্জিংটনে এক হোটেলে এক বিশেষ আলোচনা সভায় তিনি লন্ডনের মেয়রের প্রতি এ আহ্বান জানান।
যুক্তরাজ্যে প্রায় ৩০০টি ও লন্ডনে প্রায় ২০০টি মাতৃভাষার প্রচলন রয়েছে বলেন উল্লেখ হাইকমিশনার সাইদা মুনা তাসনীম। তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটিকে ‘লন্ডন মাল্টিলিংগুয়াল ডে’ হিসেবে ঘোষণা করা খুবই যৌক্তিক। এ বিষয়ে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল দেশের রাষ্ট্রদূতরা অভিন্ন মত জানিয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল পেট্রিসিয়া স্কটল্যান্ড। তিনি তার বক্তব্যে বাংলাদেশে বায়ান্নোর ভাষা আন্দোলনকে মাতৃভাষার সংরক্ষণ ও চর্চার ক্ষেত্রে এক অনন্য নজীর বলে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশে ভাষা ও সংস্কৃতি সুরক্ষায় যারা প্রাণ দিয়েছিলেন, তাদের সেই আত্মদান থেকে আজও আমরা অনুপ্রেরণা নিতে পারি।
+ There are no comments
Add yours