অ্যাম্বুলেন্সে করে অভিনব কায়দায় মাদক পরিবহনের অভিযোগে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে দুজনকে আটক করেছে র্যাব।
গতকাল দিবাগত রাত ১১টার দিকে বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয়।
যাদের আটক করা হয়েছে তারা হলেন- ফটিকছড়ির আবুল কাশেমের ছেলে নাঈম (১৯) ও হাটহাজারীর নছাদ আলীর ছেলে হোসেন আলী (২৬)। উদ্ধার হওয়া ৭৫ কেজি গাঁজার বাজারমূল্য আনুমানিক ১১ লাখ টাকা।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, ফেনীর ছাগলনাইয়া থেকে চট্টগ্রামের দিকে একটি মাদকের চালান আসার খবর পেয়ে জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট-খাগড়াছড়ি মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। বিভিন্ন গাড়ি তল্লাশির একপর্যায়ে একটি অ্যাম্বুলেন্স থেকে ৩টি গাঁজার বস্তা জব্দ করা হয়।
+ There are no comments
Add yours