‘মানবাধিকার সূচকে অভাবনীয় উন্নতি করেছে বাংলাদেশ’

Estimated read time 1 min read
Ad1

কয়েক বছরে মানবাধিকার সূচকে অভাবনীয় উন্নতি করেছে বাংলাদেশ। দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশও তৈরি হয়েছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সম্মেলন-২০২৩-এ এসব কথা বলেন ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা। এ সময় দেশব্যাপী বিস্তৃত শাখা সমূহের বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আজ (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর সুপ্রিম কোর্ট মিলনায়তনে মানবাধিকার সম্মেলনের আয়োজন করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এতে অংশ নেন ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশসহ সার্কের সদস্যদেশের মানবাধিকার কর্মীরা।

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানাল বলেন, ‘বাংলাদেশে সব মত ও ধর্মের মানুষ সহাবস্থানের সঙ্গে বসবাস করছে, যা মানবাধিকারের সূচকে অগ্রগতির অন্যতম দৃষ্টান্ত।’

সম্মেলনে আগামী নির্বাচন নিয়ে কথা বলেন অংশগ্রহণকারীরা। নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী বলে মন্তব্য করে বিদেশি মানবাধিকার কর্মী ও রাজনীতিবিদরা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন নির্বাচনে সরকারের প্রভাববিহীন প্রচারণার সুযোগ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করতে পারছে।’

বাংলাদেশ সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রভাববিহীন নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন সম্মেলনে আগতরা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিবিপি ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর ভলকার ইউ ড্রেডরিচ। এ সময় তিনি জঙ্গিবাদ দমনে বাংলাদেশের উন্নতির প্রশংসা করেন। তিনি বাংলাদেশের শ্রম আইন ও মানবাধিকার পরিস্থিতি অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো। অনুষ্ঠানে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব বলেন আগামী নির্বাচনে দেশে ৩০০ আসনেই নির্বাচন পর্যবেক্ষণ করবে তারা।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours