ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- গণতান্ত্রিক সংস্কৃতির মূল চালিকাশক্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ক্ষমতার সিঁড়ি মাড়াতে সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচনের অপরিহার্যতা কোনভাবেই উপেক্ষিত হবার নয়।
যেজন্য প্রয়োজন একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তথা লেভেল প্লেয়িং ফিল্ড। তবেই জনমতের প্রতিফলন তথা ভোটাধিকার প্রয়োগে কোনরূপ বিঘ্নতার সৃষ্টি হয়না। এক্ষেত্রে সকল রাজনৈতিক দলের পারস্পরিক সহায়তা আবশ্যক বলে মন্তব্য করে বলেন- দেশের রাজনৈতিক দলগুলোর অনাহুত বাকযুদ্ধ রাজনৈতিক অঙ্গনে ক্রমাগত উত্তাপ ছড়াচ্ছে।
বিশেষতঃ নির্বাচনকে সামনে রেখে প্রায় সকল পক্ষের রাজপথ দখলের অসম প্রতিযোগিতা এবং পাল্টাপাল্টি অবস্থান রাজনৈতিক অঙ্গনকে সংঘাতময় করে তুলছে। নির্বাচনকেন্দ্রিক রাজনৈতিক দলসমূহের অবাঞ্ছিত জেদাজেদি এবং ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনা ক্রমাগত নির্বাচনের পরিবেশকে অস্থিতিশীল করে তুলছে। এমনিতর পরিস্থিতিতে সকল রাজনৈতিক দলের পারস্পরিক ঐকমত্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন- সংবিধানে উল্লিখিত ১১৮ অনুচ্ছেদের ভিত্তিতে গঠিত নির্বাচন কমিশন সর্বপ্রকার অশুভ প্রভাব-বলয়ের উর্ধ্বে উঠে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রমের আঞ্জাম দিতে পারলেই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ইলেকশন মনিটরিং ফোরাম এর সাথে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মধ্যকার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন।
এসময় ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী’র নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দলের অন্যান্যরা হলেন- দলের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, যুগ্ন মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সচিব তরিকুল হাসান লিংকন, মোহাম্মদ মহসীন ফাহিম ও মোহাম্মদ নাজমুল হাসান প্রমূখ।
+ There are no comments
Add yours