আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোহাম্মাদ আমিনুল ইসলাম আমিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন। দেশ এখন সর্বক্ষেত্রে উন্নয়নের উচ্চ শিখরে।
আজ (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাতকানিয়ার স্থানীয় বারদোনা গ্রামে টঙ্কাবতী খালের ওপর সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রীসেতু নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা সদরের বারদোনা ও লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জলিল নগর সীমানায় টঙ্কাবতী খালের ওপর এ মৈত্রীসেতু নির্মাণ কাজ শুরু হয়েছে। ৬৬ ফুট দৈর্ঘ্য এ সেতুর নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ কোটি টাকা।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতকানিয়া-লোহাগাড়ার স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মাদ নেজামুদ্দীন নদভী। সেতু বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এসএম আজিজের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর চট্টগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন, নির্বাহী প্রকৌশলী হাছান আলী, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম ও এরফানুল করিম চৌধুরী ছাড়াও সাতকানিয়া-লোহাগাড়া দুই উপজেলা আওয়ামী লীগ নেতারা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সাতকানিয়া-লোহাগাড়া মৈত্রী সেতু বাস্তবায়ন কমিটির সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এম ইদ্রিচের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি অ্যাডভোকেট সাইফুদ্দিন ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ মিয়া ফারুক, সাতকানিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাস্টার ফোরক আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তোফাজ্জল হোসাইন চৌধুরী তুহিন ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন চৌধুরী শুভ প্রমুখ।
+ There are no comments
Add yours