কিশোরগঞ্জে মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশস্থলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নেতাকর্মীদের স্লোগানে সাড়া দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
আজ (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠের সুধী সমাবেশ মঞ্চে প্রধান অতিথির আসন গ্রহণ করেন।
এদিন দুপুর ১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে সুধী সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশস্থল। তবে এখনও (এ রিপোর্ট লেখার সময়) দূর-দূরান্ত থেকে হেঁটে মানুষ সমাবেশস্থলে যোগ দিচ্ছেন।
রাষ্ট্রপতির ছোট ভাই মিঠামইন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবদুল হক নূরুর সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, রাষ্ট্রপতির ছেলে স্থানীয় সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. জাকিয়া নূর লিপি ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। সমাবেশ সঞ্চালনা করছেন রাষ্ট্রপতির ভাগ্নে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নেহাল আহমেদ।
এর আগে বেলা ১১টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী মিঠামইন সদরে ঘোড়াউত্রা নদীর তীরে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ সেনানিবাসের উদ্বোধন করেন। পরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তার বাড়িতে জোহরের নামাজ আদায় করেন ও দুপুরের খাবার খান।
+ There are no comments
Add yours