একবার বাংলাদেশের পক্ষে তো আরেকবার ইংল্যান্ডের দিকে-যেন পেন্ডুলামের মতো দুলছিল ম্যাচের ভাগ্য।
হতাশার দিনে বাংলাদেশ পুড়েছে ব্যাটিং ব্যর্থতায়। তাতে ঘরের মাটিতে নিজেদের প্রত্যাশা পূরণ হলো না লাল-সবুজের প্রতিনিধিদের। তামিমদের ৩ উইকেট হারিয়ে তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গেল ইংল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২০৯ (তামিম ২৩, লিটন ৭, শান্ত ৫৮, মুশফিক ১৬, সাকিব ৮, মাহমুদউল্লাহ ৩১, আফিফ ৯, মিরাজ ৭, তাসকিন ১৪, তাইজুল ১০*, মুস্তাফিজ ০*; ওকস ৮-০-২৮-১, আর্চার ১০-০-৩৭-২, উড ৮-০-৩৪-২, মইন ৭.২-০-৩৫-২, রশিদ ৯-০-৪৭-২, জ্যাকস ৫-০-১৮-১)
ইংল্যান্ড: ৪৮.৪ ওভারে ২১২/৭ (রয় ৪, সল্ট ১২, মালান ১১৪*, ভিন্স ৬, বাটলার ৯, জ্যাকস ২৬, মইন ১৪, ওকস ৭, রশিদ ১৭*; সাকিব ১০-০-৪৫-১, তাসকিন ৯-১-২৬-১, তাইজুল ১০-০-৫৪-৩, মিরাজ ১০-২-৩৫-২, মুস্তাফিজ ৮-০-৪২-০, শান্ত ১.৪-০-৯-০)
বুধবার (১ মার্চ) বেলা ১২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয় বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটিতে টস জিতে তামিম ইকবাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। ৪৭.২ ওভারে ১০ উইকেট হারিয়ে বাংলাদেশ করে ২০৯ রান। জবাবে ৪৮.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ইংলিশরা।
ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে নাজমুল হোসেন শান্তর ফিফটি এবং মাহমুদউল্লাহ রিয়াদের ৩১ রান ছাড়া বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২০৯ রান।
জবাবে ব্যাট করতে নেমে ডেভিড মালানের সেঞ্চুরিতে ৩ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। এ জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড ক্রিকেট দল।
+ There are no comments
Add yours