বেশ কয়েক বছর সংস্কার কাজের পর পুনরায় মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে মিসরের একটি ঐতিহাসিক মসজিদ।
আলজাজিরার সূত্রে জানা যায়, ওই মসজিদটির নাম মসজিদুল হাকিম এবং এটির অবস্থান পুরনো কায়রোতে। এটি মিসরের দ্বিতীয় বৃহত্তম মসজিদ এবং দেশটির সর্ববৃহৎ মসজিদ হলো- ইবনে তুলুন মসজিদ।
২০১৭ সালে মসজিদুল হাকিমের সংস্কার ও পরিবর্ধনের কাজ শুরু হয়। এতে বাজেট ছিল ২৮ লাখ ডলার। ঐতিহাসিক এ মসজিদটির নির্মাণকাজ শুরু হয় ৩৮০ হিজরিতে (৯৯০ সাল) পঞ্চম ফাতেমী খলিফা আজিজ বিল্লাহের হাত ধরে।
পরে তার ছেলে হাকিম বি-আমরিল্লাহ ৩৯৩ হিজরিতে (১০০৩ সাল) এটির নির্মাণকাজ সমাপ্ত করেন এবং ৪০৩ হিজরিতে (১০১২ সাল) এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
+ There are no comments
Add yours