খুলনায় টানা তৃতীয় দিনের মতো চিকিৎসকদের কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। সংকট সমাধানে স্বাস্থ্য অধিদফতরের একটি প্রতিনিধিদল এখন খুলনার পথে।
আজ (৩ মার্চ) জেলার কোথাও কোন হাসপাতালের বহির্বিভাগে রোগী দেখেননি চিকিৎসকরা।
নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহর ওপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চলছে এ কর্মবিরতি।
এদিকে সমস্যা নিরসনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডাক্তার রাশিদা সুলতানার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম খুলনা যাচ্ছেন। দুপুর আড়াইটায় বিএমএ নেতাদের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা।
চিকিৎসক নেতারা জানিয়েছেন, স্বাস্থ্য প্রশাসনের কাছেও একই দাবি তুলে ধরবেন তারা।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনার নির্বাহী সদস্য ডা. মেহেদী হাসান জানান, চিকিৎসকদের দাবি অনুযায়ী অভিযুক্ত পুলিশ সদস্য নাইমকে গ্রেফতার এবং চিকিৎসকের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি চলবে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে তিনি আরও জানান, ‘তাদের কাছেও আমরা একই দাবি জানাব।’
+ There are no comments
Add yours