ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেন শেষে উপজেলা মিলনায়তনে নির্বাহী অফিসার মেজবা উল আলম ভূঁইয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোঃ সেলিম,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল হক।
এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাসলিমা ফেরদৌসী,কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ সাদেকুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: যোবায়ের হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আশরাফুল ইসলাম সরকার, অফিসার মো: আরিফুল ইসলাম, শিক্ষা অফিসার এ টি এম এহছানুল হক চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, সমাজসেবা কর্মকর্তা মো: মাঈন উদ্দিন,উপজেলা সমবায় অফিসার মো: সোহরাব হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুছ,অফিস সহকারী হাবিব উল্যাহ সহ বিভিন্ন শ্রেনি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ কারীদের মধ্যথেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : আবদুল আউয়াল
+ There are no comments
Add yours