বাসের ভাড়া দেওয়া নিয়ে স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে।
আজ (১১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেট অবরোধ করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় বিনোদপুর গেট পুলিশ বক্সে আগুন দেন স্থানীয়রা। পুড়িয়ে দেওয়া হয় দুটি মোটরসাইকেল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বগুড়া থেকে বিশ্ববিদ্যালযয়ে আসার সময় বাসের ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা হয়। বিষয়টি ওই শিক্ষার্থী তার সহপাঠীদের জানান।
সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদ নামে ওই বাসটি বিনোদপুর বাজারে আসলে বাসের লোকজনের সঙ্গে শিক্ষার্থীরা ঝামেলা করেন। পরে কাউন্টারে আসলে স্থানীয়দের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
+ There are no comments
Add yours