জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শাসনামলে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের আদেশ দিয়েছিলেন। তবে বঙ্গবন্ধুর সেই আদেশ বাস্তবায়নে আজও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ গ্রাম পুলিশের কর্মকর্তারা।
আজ (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের আদেশ বাস্তবায়নের দাবিতে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয়করণের আদেশ দেন। যা ১৯৭৬ সালে পরিপত্র আকারে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রতিটি জেলায় পাঠানো হয়। জাতির পিতার সেই আদেশমূলে জারী করা গ্রাম পুলিশ বাহিনীর চাকরি জাতীয়করণের পরিপত্রটি আজও বাস্তবায়িত হয়নি।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবর স্মারকলিপি দেন গ্রাম পুলিশরা।
+ There are no comments
Add yours