বিমান যাত্রীদের মতো রেলপথেও যাত্রী নিশ্চিত করতে টিকিটে নাম ছাপানোর ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। বর্তমানে দিনে একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে একটি রেলওয়ে স্টেশন থেকে সর্বোচ্চ চারটি আসন কিনতে পারছেন টিকিটপ্রত্যাশীরা।
কিন্তু ওই চার আসন সমৃদ্ধ একটি টিকিটে একজনেরই নাম ও এনআইডি ছাপানো হচ্ছে। অধিকতর যাত্রী নিশ্চিতের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ একটি টিকিটেই চারটি আসনের বিপরীতে চার জনেরই নাম ও এনআইডি যুক্ত করার কথা ভাবছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে ‘টিকিট যার, ভ্রমণ তার’ নীতিতে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। গত ১ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হয়। শুরুর দিকে কোনো টিকিটপ্রত্যাশী সপ্তাহে দুইবারের বেশি টিকিট কিনতে পারতেন না। বর্তমানে চাহিদা মতো যতবার খুশি টিকিট কিনতে পারবেন, তবে এক স্টেশন থেকে দিনে একবারের বেশি টিকিট কিনতে পারবেন না।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘বাংলাদেশ রেলওয়ের ফ্যান গ্রুপে’ ১২ মার্চ রাত ১০টা ৩৩ মিনিটে রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন এক পোস্টে লেখেন, ‘কালোবাজারি ভাইয়াদের জন্য শুভরাত্রি। আপনাদের জন্য টিকিটে চার জনের নাম, এনআইডি যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। আরও অনেক কিছুই আসছে আপনাদের জন্য। টিকিটে ছবিও যুক্ত হতে পারে। চেকিংও হবে। কারোই পার পাওয়ার উপায় নেই।’
+ There are no comments
Add yours