এডিবি অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

Estimated read time 0 min read
Ad1

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এরইমধ্যে বৃহত্তম প্রকল্প বাস্তবায়নে সক্ষমতা দেখিয়েছে। নিজস্ব অর্থায়নে আমরা পদ্মাসেতু নির্মাণ করতে পেরেছি।

আজ (১৪ মার্চ) সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুম হলে বাংলাদেশ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ বিভিন্ন কর্মমুখী প্রকল্প আমরা করে যাচ্ছি। পদ্মাসেতু নির্মাণ ছিল আমাদের জন্য অত্যন্ত গৌরব, মর্যাদা ও যোগ্যতার প্রতীক। বাংলাদেশ পারে।

এর আগে বাংলাদেশ ও এডিবির অংশীদারিত্বের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে উন্নয়ন সহযোগী সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া ঢাকায় এসেছেন।

সফরের দ্বিতীয় দিন সোমবার ম্যানিলাভিত্তিক এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সঙ্গে বৈঠক করেন।

ঢাকার একটি হোটেলে এ বৈঠকে বাংলাদেশের উন্নয়নে সংস্থাটির দেওয়া বিশাল ঋণের কথা স্মরণ করেছেন অর্থমন্ত্রী।

মাসাতসুগু আসাকাওয়ার নেতৃত্বে প্রতিনিধি দলটি রোববার ঢাকায় আসে। সফরকালে সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলটির রাজধানীর বাইরে পরিদর্শনে যাওয়ার কথাও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours