চট্টগ্রামে কমিউনিটি সেন্টারে ম্যাজিস্ট্রেটের অভিযান , ১৬ জনকে জরিমানা  

Estimated read time 0 min read
Ad1

খবর বাংলা ডেস্ক

মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরের বাইরে সবার মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। এই নির্দেশনা বাস্তবায়নে চট্টগ্রামে প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ (০৪ ডিসেম্বর) শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন কমিউনিটি সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময়১৬ জনকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হোসেন বলেন, কমিউনিটি সেন্টারের সামাজিক অনুষ্ঠানগুলোতে অনেকে উপস্থিত হয়েছেন মাস্ক ছাড়া। আবার অনেকের কাছে মাস্ক থাকলেও তাদের কারও পকেটে, কারও ব্যাগে কিংবা আবার অনেকের থুতনিতে লাগানো রয়েছে। তাদের সাথে মাস্ক নিয়ে কথা বলার সময় তারা বিভিন্ন ধরনের অজুহাত নিয়ে আসছে।‘

নগরীর কাজির দেউড়ি, আসকার দিঘীর পাড়সহ বিভিন্ন এলাকায় অন্তত ১০টি কমিউনিটি সেন্টারে অভিযান চালিয়ে ১৬ জনের কাছ থেকে তিন হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী হোসেন।

তিনি বলেন, মানুষকে সতর্ক করার পাশাপাশি কমিউনিটি সেন্টারগুলোর কর্তৃপক্ষকেও সতর্ক করা হয়েছে।স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক লোকজনের উপস্থিতিতে আনুষ্ঠানের আয়োজন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া জেলা প্রশাসনের ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে  পতেঙ্গায় ঘুরতে আসা ১১৭ জনকে ১৮ হাজার ৬০০ টাকা  জরিমানা করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক ৩০ জন কে ৩৫০০ টাকা, আশরাফুল আলম ২৪ জন কে ৫১০০ টাকা, মিজানুর রহমান ২২ জন কে ৩১০০ টাকা, গালিব চৌধুরী ৪১০০ টাকা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম আলমগীর ২০ জনকে ২৬০০ টাকা জরিমানা করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours