সুমন পল্লব হাটহাজারী, চট্টগ্রাম
হাটহাজারীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ১নং জঙ্গল দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সৈয়দের ঘোনা সংলগ্ন মান্নান কোম্পানির ধান ক্ষেতের উত্তর পশ্চিম অংশে ফাঁদ পেতে রাখা বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ হারিয়েছেন হতদরিদ্র দুই কৃষক।
গত বৃহস্পতিবার অনুমানিক সকাল ৮টা হতে বিকাল ৫টার মধ্যে যে কোন সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহাম্মদ মিজান (৪৫) ও নজরুল ইসলাম (৪০)।নিহত মোহাম্মদ মিজান উক্ত ওয়ার্ডের ঠান্ডাছড়ি এলাকার শফি মেম্বারের বাড়ির মৃত জাহাঙ্গীর আলম পুত্র এবং নজরুল ইসলাম একই এলাকার মৃত মোহাম্মদ ইউসুফের পুত্র বলে জানা গেছে।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেছে জানা গেছে।
এ ঘটনায় নিহত কৃষক মিজানের স্ত্রী বাদী হয়ে একটি মামলা রুজু করেছেন।নিহতদের পরিবারের দাবী পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে দুজনকে হত্যা করা হয়েছে।
হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব শর্মা এর নিকট জানতে চাইলে তিনি জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে দুই কৃষকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনরা একটি মামলা রুজু করেছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের আটক পূর্বক তাদেও বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে, শুক্রবার রাতে এ রির্পোট লেখা (রাত ১১টা) পর্যন্ত ওই ঘঠনার সঙ্গে জড়িত কাউকে থানা পুলিশ আটক করতে পারেনি বলে জানান গেছে।
+ There are no comments
Add yours