চট্টগ্রামে করদাতা সুরক্ষা পরিষদের মিছিলে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলায় করদাতা সুরক্ষা পরিষদের কয়েকজন আহত হন।
আজ (১৫ মার্চ) সংগঠনটির উদ্যোগে নগর ভবন ঘেরাও কর্মসূচি ছিল। এ লক্ষ্যে কদমতলী মোড় থেকে একটি মিছিল নগর ভবনের উদ্দেশ্যে বের হয়।
তবে মিছিলটি টাইগারপাস মোড়ে এলে পুলিশি বাধার মুখে পড়ে। একপর্যায়ে তারা টাইগারপাস মোড়ে অবস্থান নেন। এতে হামলা করে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র এম রেজাউল করিমের অনুসারী আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে আগে থেকে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে বেলা ১১টার দিকে কদমতলী থেকে একটি মিছিল নিয়ে বের হন করদাতা সুরক্ষা পরিষদের নেতাকর্মীরা। মিছিলটি সরাসরি নগর ভবনের উদ্দেশে এগোতে থাকে।
এটি টাইগারপাস এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। এরপর পুলিশের পক্ষ থেকে বলা হয়, চারজন প্রতিনিধি নগর ভবনে যেতে পারবেন।
এ বিষয়ে জানতে চসিক মেয়র এম রেজাউল করিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
+ There are no comments
Add yours