সুমন পল্লব, হাটহাজারী
গাছ খেকোরা পাহাড় থেকে গাছ কেটে উপজেলার বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে।গভীর রাত হলেই গাছ পাচারে ব্যস্ত সময় পার করে এ বনদস্যুরা।যার কারনে হারাচ্ছে পাহাড়ের ভারসাম্য। হুমকির মুখে পড়ছে পরিবেশ।যদিও বন বিভাগের উত্তর কর্মকর্তারা নিরব ভূমিকায় রয়েছে কিন্তু থেমে নেই উপজেলার নির্বাহী অফিসার রুহুল আমিন।
শুক্রবার(৪ডিসেম্বর)রাতে গোপনে ওৎ পেতে থাকা গভীর রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ফরহাদাবাদ ইউপি এলাকার উদালিয়া পাহাড় থেকে চাঁদের গাড়ি করে কাঠ পাচারকালে কাঠ সহ ২টি চাঁদের গাড়ি জব্দ করে।এসময় গাড়ি চালক সহ অন্যান্যরা পালিয়ে যায়।কাঠের মুল্য প্রায় অর্ধ লক্ষ টাকা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন প্রতিবেদককে জানান, শুকনো মৌসুমে অসাধু বনদস্যুরা গভীর রাতে গাছ কেটে জ্বালানি কাঠ হিসেবে বিভিন্ন ইট ভাটায় পাচার করে।বড় বড় কাঠগুলো করাতকলে কৌশলে পৌছে দেয়,গভীর রাতে অভিযান পরিচালনা করে কাঠ সহ ২টি গাড়ি জব্দ করি। আইনানুগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।নজরদারিও বাড়াবে বলে তিনি জানান।
+ There are no comments
Add yours