সীতাকুণ্ডে বুদ্ধি প্রতিবন্ধী যুবকের উপর রাতভর অমানুষিক নির্যাতন

Estimated read time 1 min read
Ad1

মোঃ জয়নাল আবেদীন সীতাকুণ্ড,প্রতিনিধি:

উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে মোঃ নিজাম উদ্দিন উদ্দীন (২২) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের উপর অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠে এসেছে। অভিযুক্ত যুবকের নাম শাহীন (৩০) পিতা- মোঃ আব্বাস,সে পৌরসভার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।অপহরণ করে মুক্তিপণ দাবি করা শাহীনের পেশায় পরিণত হয়েছে। সন্ত্রাসী শাহীনের বিরুদ্ধে এই বিষয়ে একাধিক অভিযোগ রয়েছে জানান স্থানীয়রা।

৪ ডিসেম্বর শুক্রবার রাত ৮ টার দিকে মসজিদ থেকে নামাজ আদায় করে বাড়িতে ফেরার সময় তাকে শাহীন (৩০) ও তার গ্রুপ উপজেলার হাসান গোমস্তা মসজিদের পাশ্বে মডার্ন হাসপাতালের এলাকা থেকে অপহরণ করে।এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানায় শাহীনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।শাহীন গতকাল ওই যুবককে অপহরণ করে তার শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।প্রতিবন্ধী যুবককে তুলে নিয়ে গেছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়।এসময় শাহীনের বিভিন্ন আস্তানা ঘুরে বেড়ায় পুলিশ কিন্তু আসামী শাহীন টের পেয়ে পালিয়ে যায়।আসামী শাহীন পুলিশের সোর্স হিসেবে কাজ করে বলে জানা গেছে।

এই বিষয়ে প্রতিবন্ধী যুবকের মা বলেন, আমার ছেলে নামাজ পড়ে বাড়িতে ফেরার পথে একদল সন্ত্রাসী আমার ছেলেকে ধরে নিয়ে যায়।রাস্তা থেকে তুলে নিয়ে যাওয়ার পথে তাকে মারাত্মক ভাবে পিটিয়েছে।তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে।রাত আটটার সময় নিয়ে গেলেও তাকে ৫/১২/২০২০ সকালে ছেড়ে দেয়।

অপহরণ করে নিয়ে গেছে বিষয়টি সীতাকুণ্ড মডেল থানা পুলিশকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামীকে ধরার চেষ্টা করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাওয়ার কারণে পরদিন আমার ছেলেকে শাহীন মুক্তি দেয় নয়লে আমার ছেলেকে তারা মেরে ফেলতো। সীতাকুণ্ডে মডেল থানা পুলিশকে আমি ধন্যবাদ জানাই নিরহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য।আমি শাহীনের কঠিন শাস্তি দাবি করছি। শাহীনের বিরুদ্ধে এই ধরনের আরো অনেক অভিযোগ রয়েছে। আমরা সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রয়ের কাছে অনুরোধ করছি।আমরা এই অন্যায়ের বিচার চাই।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours