রেজাল্টের দাবিতে শিক্ষার্থীর আমরণ অনশন

Estimated read time 1 min read
Ad1

আটকে রাখা রেজাল্ট প্রকাশের দাবিতে আমরণ অনশনে নেমেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। তার সঙ্গে অনশনে বসেছেন ওই বিভাগের আরও কয়েকজন শিক্ষার্থী।

আজ (১৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। রিপোর্ট লেখা পর্যন্ত অনশন চলছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অধ্যায়নরত শিক্ষার্থী শামীম ইসলাম প্রথম বর্ষে ২য় সেমিস্টারে থাকা অবস্থায় কম্পিউটার ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নামক কোর্সের ব্যবহারিক পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হন। কিন্তু মোট সিজিপিএতে তিনি উত্তীর্ণ হন। এরপর তিনি ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে থাকেন।

এরমধ্যে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে প্রধান করে একটি তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এ কমিটি সবকিছু যাচাই-বাছাই করে বিশেষ পরীক্ষা নিয়ে শিক্ষার্থীকে উক্ত কোর্সে উত্তীর্ণ হওয়ার সুপারিশ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা গ্রহণ না করে আবারো তদন্ত কমিটি গঠন করে।

এদিকে এ বছর ৭ ফেব্রুয়ারি অনার্স চতুর্থ বর্ষের শেষ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হওয়ার পর দেখা যায় শামীম ইসলামের রেজাল্ট ‘উইথ হেল্ড’ করে রাখা হয়েছে। ওই শিক্ষার্থী বিভাগে যেয়ে সমাধান না পেয়ে উপাচার্যের কাছে যান। উপাচার্যও তার কথা না শুনে খারাপ আচরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, ওই শিক্ষার্থীর ফলাফলের বিষয়ে তদন্ত কমিটি হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আমি পদক্ষেপ নেব। এই সপ্তাহের ভেতর বিষয়টি বলতে পারব। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, প্রক্টর কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours