জামালপুর জেলায় মেধা ও যোগ্যতায় চাকুরি পেলেন ৮৭ জন

Estimated read time 0 min read
Ad1

জামালপুুরের পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ পুলিশ কনস্টেবল পদে মেধা ও যোগ্যতাতে চাকুরি পাবেন বলে ঘোষনা দিয়েছিলেন সেই অনুযায়ী জামালপুরে পুলিশ কনস্টেবল পদে ৮৭ জন নিয়োগ প্রাপ্ত হন। গতকাল মেধা ও যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকা আবেদন ফি দিয়েই জামালপুরে পুলিশের চাকুরি পেলেন ৮৭ নারী—পুরুষ।

রোববার জামালপুর পুলিশ লাইনসে পুলিশ কনস্টেবল পদে চাকুরি প্রার্থীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হন তাদের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ ফুলেল শুভেচ্ছা জানান। জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের টিকরাকান্দি গ্রামের সোমাইয়া আক্তার রিচি। বাবা হাফিজুল ইসলাম বিনা বেতনে স্থানীয় একটি স্কুলের নৈশ প্রহরী।

পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের জন্য বান্ধবীর কাছ থেকে ৪০০ টাকা ধার করে রিচি দাঁড়িয়েছিলেন জামালপুর পুলিশ লাইন্সে। পুলিশ কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার ঘোষণা শোনে আনন্দে কেঁদে ফেলেন তিনি। বলেন সংসারে আয় রোজগারের কেউ নেই। তাই চাকরিটা তার খুবই প্রয়োজন ছিল। ভেলামারি গ্রামের মাহমুদ হাসান সোহানের মা—বাবা মারা গেছেন কয়েক বছর আগে।

ছোট বোন সোমাইয়াকে নিয়ে দুই ভাই—বোনের সংসার চলতো তার প্রাইভেট পড়ানোর টাকায়। বিনা পয়সায় পুলিশে চাকরি পেয়ে সোহান আনন্দে আত্মহারা। তারতাপাড়া গ্রামের বর্গা চাষি আকরাম হোসেনের ছেলে রাশেদুল এর আগেও কনস্টেবল পদে চাকরির জন্য মুখোমুখি হয়েছিলেন ৩ বার। কিন্তু মৌখিক পরীক্ষায় এসে বাদ পড়ে যায়। তবে হতাশ হয়নি। কঠোর পরিশ্রম আর চূড়ান্ত প্রস্তুতি নিয়ে আবারও অংশ নেয়। অবশেষে সফলতা আসে। এ বছর নিয়োগ পরীক্ষায় অংশ নেন ২ হাজার ৯৫৪ জন।

পরে শারীরিক পরীক্ষা—নিরীক্ষার পর তাদের লিখিত পরীক্ষা হয়। সর্বশেষ সেই পরীক্ষায় যারা কৃতকার্য হয় তাদের মধ্য থেকে ১৬৮ জন মৌখিক পরীক্ষার মুখোমুখি হয়। আর সর্বশেষে নারী—পুরুষ মিলে চূড়ান্তভাবে নির্বাচিত হন ৮৭ জন। পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ বলেন, আবেদনকারীদের ঘুষ কিংবা দালালদের মাধ্যমে চাকরির সুযোগ দেওয়া হয়নি। কোনো ধরনের তদবির ছাড়াই শুধু মেধা ও যোগ্যতার ভিত্তিতে ১৩ জন নারী ও ৭৪ জনকে কনস্টেবল পদে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াটি একটি চ্যালেঞ্জ ও কঠিন কাজ। নিয়োগ নিয়ে কেউ যেনো প্রতারণার শিকার না হয় সেই জন্য নিয়োগ কার্যক্রমের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, শহরে মাইকিং করা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে, এছাড়া স্থানীয় ও জাতীয় পত্রিকায় বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেইসাথে গ্রেফতার করা হয়েছে একজন প্রতারককে। আগামীতেও একইভাবে পুলিশের নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। ক্যাপশনঃ জামালপুরে মেধা ও যোগ্যতায় চাকুরি পাওয়া নারী কনস্টেবলকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ সুপার মোঃ নাছির উদ্দিন আহমেদ ।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours