ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবৈধভাবে বসবাসের অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
রাজ্যের আগ্রা শহরে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দেশটির ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে হয়েছে, গ্রেপ্তারকৃত পাঁচ বাংলাদেশির মধ্যে দু’জন নারীও রয়েছেন। এই বাংলাদেশিরা উত্তরপ্রদেশের আগ্রার থানা তাজগঞ্জ এলাকায় অবৈধভাবে বসবাস করতেন বলে অভিযোগ রয়েছে। গত তিন বছর ধরে তারা সেখানে বসবাস করছেন।
গ্রেপ্তারের সময় বাংলাদেশিদের কাছ থেকে ভারতের ভুয়া আধার কার্ড, মোবাইল ফোন ও রেলের টিকিটও উদ্ধার করা হয়েছে। এছাড়া জান্নাত বেগমের কাছ থেকে একটি পাসপোর্ট জব্দ করেছে উত্তরপ্রদেশ পুলিশ।
উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এটিএস নবীন অরোরা বলেন, ‘জাল নথি তৈরি, প্রতারণা ও বিদেশি আইনের আওতায় বাংলাদেশ থেকে আসা ৫ অবৈধ অভিবাসীর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে।’
+ There are no comments
Add yours