রানা মোল্লা,রামগড়(খাগড়াছড়ি),
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার রামগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ রবিবার বিকেল ৪টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে রামগড়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে রামগড় বঙ্গবন্ধু মার্কেট এর সামনে সমাবেশ করেন নেতাকর্মীরা।
এসময় যারা দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা বিভিন্ন সময় স্বাধীনতা বিরোধী কার্যকলাপ করে তাদের এদেশে ঠাঁই হবে না। সমাবেশে নেতারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ এর চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা বলেন, ‘বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের কোন ঠাই হবে না। ৭১ এর পরাজিত শক্তিরা বারবার দেশে অরাজকতা সৃষ্টি করতে চাইছে। বিএনপি-জামাতের মদদে ভাস্কর্যকে মূর্তি আখ্যা দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি চারণে বাঁধা দিচ্ছে কিছু মৌলবাদী গোষ্ঠী।
এ সকল অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে হবে। ‘বঙ্গবন্ধুকে অসম্মান করলে আমরা তা সহ্য করবো না। স্বাধীনতার অপশক্তিকে বাংলাদেশের সাধারণ মানুষ শক্ত হাতে প্রতিহত করবে।’
+ There are no comments
Add yours