করোনার থাবায় আজও চট্টগ্রামে জোড়া মৃত্যু, নতুন শনাক্ত ২৩৩ জন

Estimated read time 0 min read
Ad1

সুজন চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায়  নতুন করে ২৩৩ জনের দেহে করোনার উপস্থিতি মিলেছে। শনাক্তদের  মধ্যে নগরে ২০৭ জন এবং উপজেলায় ২৬ জন।

এছাড়া মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৮৪৩ জন।

রোববার (৬ ডিসেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, কক্সবাজার  মেডিকেল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৮টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৭২টি নমুনা পরীক্ষা করা হয়।

এরমধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৩২টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৯৩টি , চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২২টি, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৭০টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৩৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১৯ জন, চমেক ল্যাবে ৭৬ জন, সিভাসু ল্যাবে ২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১১২টি নমুনা পরীক্ষা করে ৩৬ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৩৩টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৪টি নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষা করে ৫টি পজেটিভ শনাক্ত হয়।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৭৭টি নমুনা পরীক্ষা করে কারো পজেটিভ পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours