যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
তার নাম আব্দুল খালেক তালুকদার (৭৩)। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যাল-১ এর ৫ নং মামলায় ২০১৫ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান বলেন, এটিইউ’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ মার্চ) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার খালেক তালুকদার নেত্রকোনার পূর্বধলার খারচাইলের মৃত রুস্তম আলী তালুকদারের ছেলে।
দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে তিনিসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার ৭টি অভিযোগ প্রমাণিত হয়।
+ There are no comments
Add yours