জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের আবাসিক শিক্ষার্থী সাইফুল ইসলাম বাদলের ওপর রড, ছুরি, রামদা দিয়ে হামলার অভিযোগ উঠেছে নিজ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে।
এ ঘটনায় অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গতকাল (২৩ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার প্রধান অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল আলম হানিফের সভাস্থল ত্যাগ করার পর এ ঘটনা ঘটে।
বহিষ্কৃতরা হলেন- ইমরুল হাসান অমি (আইন ও বিচার), আহমেদ গালিব (বাংলা ৪৭), মো. কাইয়ুম হাসান (দর্শন ৪৭), মো. আরিফুল ইসলাম (দর্শন- ৪৭), তানভীরুল ইসলাম (প্রাণিবিদ্যা-৪৭)। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ.স.ম ফিরোজ-উল হাসান বলেন, ‘বাদলের মাথা ফাটানোর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ৫ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনাসহ বুধবারের (২২ মার্চ) সাংবাদিক হেনস্তার ঘটনা তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি ১০ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’
+ There are no comments
Add yours