রমজান মাসে নিত্যপণ্যের বাজারদর দেখতে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে সকাল সাড়ে ১০টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) মনজুর মোহাম্মদ শাহরিয়ারের অভিযান পরিচালনা করার কথা ছিল।
সেই মোতাবেক সাড়ে ১০টায় ভোক্তার অভিযানিক দল পৌঁছায় নিউমার্কেট এলাকায়। অভিযান শুরু হয় বেলা ১১টা ১০ মিনিটের দিকে। আর এরই মধ্যে সতর্ক হয়ে যান মার্কেটে থাকা দোকানিরা।
বাজারের আরও কিছু দোকান ঘুরে দেখে অভিযানিক দল। সবশেষে মুরগির বাজারে তারা দেখতে পান, ব্রয়লার মুরগির দাম ২৫০ টাকা কেজি রাখা হচ্ছে। পরে সেই দোকানের ক্রয় রশিদ দেখে হিসাব-নিকাশ করে দোকানিকে সতর্ক করে দেন এবং বলে দেন ক্রয় মূল্যের চেয়ে ১০ টাকার বেশি লাভে বিক্রয় করা যাবে না। পরে দোকানের বোর্ডে ২৫০ টাকার পরিবর্তে ২৪৫ টাকা করে দেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানিক দলে আরও ছিলেন অধিদপ্তরের সহকারী পরিচালক ও ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান আব্দুল জব্বার মণ্ডল, অধিদপ্তরের অভিযোগ শাখার সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান প্রমুখ। এছাড়া নিউমার্কেট মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
+ There are no comments
Add yours