মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ শেখ শফিউল আজম বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলে আমাদের প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনা জরুরি। আমাদের দেশের জন্য সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে।
আজ (২৬ মার্চ) সকালে চট্টগ্রাম নগরীর মুরাদপরস্থ মিলনায়তনে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ডাঃ শেখ শফিউল আজমের সভাপতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিউল আলম, সেলিম উদ্দিন চৌধুরী মিয়া সহ-সভাপতি কৃষক লীগ রাউজান উপজেলা, জয় বাংলা সংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকবর, উরকিরচর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক বাবু তাপস বড়ুয়া, থানা যুবলীগের সদস্য ও ইউপি মেম্বার মোঃ আরমান হোসেন, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুল আলমসহ প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালে সদ্য স্বাধীন হওয়া বাংলাদেশের বাজেট ছিল মাত্র ৭৮৬ কোটি টাকা। সেই বাজেট আজ পরিণত হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকায়। সেদিনের ১২৯ ডলার মাথাপিছু আয়ের দেশটির আজ মাথাপিছু আয় ২ হাজার ৮১৪ মার্কিন ডলার। সময় পেরিয়েছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়েছে। মাথাপিছু আয়, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান পরিবর্তন, বেসরকারি খাতে বিনিয়োগ ও দেশজ উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন ও ব্যবহার এবং সম্পদ উৎপাদন ও আহরণ দৃশ্যমানভাবে বেড়েছে।
+ There are no comments
Add yours