আজিজুল হক চৌধুরীঃ
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. হারুন (৬৩) নামের এক বৃদ্ধের হাতের আঙ্গুল কেটে নিয়েছে প্রতিবেশী এক নারী।
গত রবিবার বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকার মৌলভী নুর মোহাম্মদের বাড়ীতে এ ঘটনা ঘটে।
গতকাল এ ঘটনায় বোয়ালখালী থানায় মামলা দায়ের করেছেন বৃদ্ধ হারুন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালখালীর বিভিন্ন এলাকায় চট্টগ্রাম ওয়াসার পাইপ লাইন সম্প্রসারণের কাজ চলছে। সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় পাইপ লাইন বসানোর কাজের পরিত্যক্ত মাটি জনসাধারণের যাতায়াতের পথে স্তুপ করে রাখলে বৃদ্ধ হারুন রাস্তার উপর থেকে ওই মাটি সরাতে গেলে তার প্রতিবেশী নুর জাহান বেগম তেড়ে আসেন। মাটিগুলো তার জায়গার উপর ফেলার অজুহাত তুলে একটি ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে বৃদ্ধের ডান হাতের আঙ্গুল কেটে দেয়।
এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে আহত করেন। নুরজাহান বেগম রক্তাক্ত কিরিচ হাতে এলাকায় বেশ কিছুক্ষণ শোডাউন করেন। পরে মহিলা সরে গেলে বৃদ্ধ হারুনকে অচেতন অবস্থায় রাস্তায় থেকে স্থানীয় এলকাবাসী ত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় এলাকাবাসী তুচ্ছ ঘটনায় বৃদ্ধের আঙ্গুল কেটে নেওয়ার ঘটনায় ক্ষোভ জানয়েছেন। তারা দোষী ব্যক্তির দৃষ্টান্ত মুলক শাস্তি দাবী করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাটি অমানবিক। এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
+ There are no comments
Add yours