যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে ধ্বংস করার মতো অস্ত্র রয়েছে বলে জানিয়েছেন রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি নিকোলাই পাতরুশেভ।
গতকাল রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদপত্র রসসিস্কায়া গেজেটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাত্রুশেভ। মস্কোর পারমাণবিক শক্তিকে ওয়াশিংটন অবমূল্যায়ন করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আরও বলেন, সামরিকভাবে নিজেদের এগিয়ে থাকা নিয়ে কাউকে ভয় দেখায় না রাশিয়া। তবে রাশিয়ার অস্তিত্ব যদি হুমকির মুখে পড়ে, তাহলে আমাদের হাতে বিশেষ আধুনিক অস্ত্র রয়েছে, যেগুলো ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্রসহ যেকোনো শত্রুকে।
নিকোলাই পাত্রুশেভ বলেছেন, ‘আমেরিকান রাজনীতিবিদরা তাদের নিজস্ব প্রচারে আটকে পড়ে আত্মবিশ্বাসী রয়েছেন যে, রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম। এই হামলার পরে রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে পারবে না।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এমন চিন্তাধারা অদূরদর্শী বোকামির শামিল এবং অত্যন্ত বিপজ্জনক।
+ There are no comments
Add yours