চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর স্তন কেটে ফেলার অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা সিভিল সার্জনের কার্যালয়। তবে অভিযুক্ত চিকিৎসক ও ডা. জেসমিন বেগম ভুল চিকিৎসার বিষয়টি অস্বীকার করেছেন।
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ নতুন রাস্তা মাথা এলাকার বাসিন্দা পেশায় গৃহিণী। সম্প্রতি তার একটি স্তনের অংশবিশেষ শক্ত হয়ে যায়। এরপর ২৪ ফেব্রুয়ারি তিনি মা ও শিশু হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডা. জেসমিন বেগমের কাছে যান।
তিনি পরীক্ষা-নিরীক্ষা করে অপারেশনের পরামর্শ দেন। এরপর ২৫ ফেব্রুয়ারি অপারেশন করে তার একটি স্তন কেটে ফেলা হয়।
ঘটনার বিষয়ে জানতে চাইলে মা ও শিশু হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার সার্জারি বিশেষজ্ঞ ডা. জেসমিন বেগম বলেন, প্রতিদিন অনেক রোগী আসেন। সঠিক মনে থাকে না। তবে ওই রোগীর বিষয়টি আমার মনে আছে। কারণ তিনি একটু টাকা কম দিতে চেয়েছিলেন। এগুলোর সব ডকুমেন্টস জমা আছে। এখন তিনি কী কারণে অভিযোগ করেছেন জানি না।
+ There are no comments
Add yours