ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটে আটকা পড়েছে কয়েক হাজার যানবাহন, যাত্রী ও চালক।
আজ (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে এ যানজট শুরু হয়। আজ বুধবার (২৯ মার্চ) বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ যানজট শেষ হয়নি। কখন শেষ হবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ।
দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (আইসি) জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, প্রতিবছর নারায়ণগঞ্জের কাঁচপুর থানার নাঙ্গলবন এলাকায় হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা গঙ্গাস্নানে আসেন। সারাদেশ থেকে ৮-১০ লাখ মানুষ এ স্নানে অংশ নিতে আসেন। মঙ্গলবার রাতে সারাদেশ থেকে আগত মানুষ জড়ো হয়েছেন সেখানে।
ফলে রাত আড়াইটার দিক থেকে মহাসড়ক পর্যন্ত মানুষের সমাগম বেড়ে গেছে। এতে যানজট শুরু হয়েছে। সেই যানজট কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর হয়ে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। যানজটের পর থেকেই আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু কোনো ফল আসছে না। ২০-৪০ মিনিট থেমে থাকার পর সামান্য একটু এগোয় গাড়িগুলো। আবার আটকে থাকতে হয়।
+ There are no comments
Add yours